নিয়ন্ত্রণে
এস আলম সুগার মিলের আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পন্নরূপে নিয়ন্ত্রণে এসেছে বলে জানান কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী।
এদিকে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা এ কমিটি গঠন করেছে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত এই তথ্য জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে এস আলম সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
তিনি জানান, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের আগুন নির্বাপণ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ সদস্য, নৌবাহিনীর ১২ সদস্যের ২টি টিম, বিমানবাহিনী, কোস্ট গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে।
উল্লেখ্য, সোমবার বিকাল ৪ টার দিকে কর্ণফুলী ইছানগর এলাকায় এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, আগুনে তাদের গোড়াউনে রাখা এক লাখ টন অপরিশোধিত চিনি সম্পূর্ণ পড়ে গেছে। মোট ক্ষয়ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।
আরও পড়ুন: চট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুনে পুড়ে গেছে এক লাখ টন চিনি
৭ মাস আগে
ঢাকার তোপখানায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর তোপখানা রোডে একটি বহুতল ভবনের উপরের তলায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার রশিদ বিন খালিদ জানান, সকাল ৭টা ৩৩ মিনিটের দিকে তোপখানা রোডের ১৩ তলা বিশিষ্ট ‘মেহেরবা প্লাজার’ উপরের তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান কর্তব্যরত এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকার চকবাজারে ২টি দোকানের আগুন নিয়ন্ত্রণে
বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসি মেয়রের
৯ মাস আগে
নরসিংদীর বাবুরহাট-শেখেরচর বাজারে আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নরসিংদীর সদর উপজেলার কাপড়ের পাইকারি বাজার হিসেবে ব্যাপকভাবে পরিচিত বাবুরহাট-শেখেরচর বাজারের আগুন সাড়ে ৭ ঘণ্টার চেষ্টায় সোমবার সকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে পাইকারি বাজারের একটি গলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষণিকভাবে অন্য গলিতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: খুলনায় বিএনপি কার্যালয়ে আগুন
ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) তানহা বিন জামান জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।
পরে কয়েকটি স্টেশনের আরও দশটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়রাও দমকল বাহিনীর সঙ্গে যোগ দেন।
কোন হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে ডিউটি অফিসার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর মার্কেটের আগুন নিয়ন্ত্রণ
১ বছর আগে
মহাখালীর খাজা টাওয়ারে আগুন: ১২ ঘণ্টারও বেশি সময় পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মৃতের সংখ্যা বেড়ে ৩
রাজধানীর মহাখালীর ১৪ তলা ভবন খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে সর্বশেষ নিহত আকলিমা রহমান কুমিল্লার দেবিদ্বারের মোখলেছুর রহমানের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আকলিমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভবনের ১৩ তলায় আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার ইউএনবিকে বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।’
আরও পড়ুন: মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি
এর আগে রাজধানীর প্রাণকেন্দ্রে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল হককে (৬৩) ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আগুন থেকে বাঁচতে গিয়ে পড়ে মারা যান হাসনা হেনা (২৭)।
অগ্নিকাণ্ডে ভবনটিতে অবস্থিত একটি ডাটা সেন্টার এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) ক্ষতি হয়েছে, যার ফলে সারা দেশে ইন্টারনেট সংযোগ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক ইউএনবিকে বলেন, ‘খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এবং যদি ডিভাইসগুলো পুড়ে যায় তবে এটি আরও বেশি সময় নিতে পারে।’
আরও পড়ুন: খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আইআইজি, ইন্টারনেটের গতি ব্যাহত
১ বছর আগে
মহাখালীর আগুন নিয়ন্ত্রণে, মৃতের সংখ্যা বেড়ে ২
রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
বৃহস্পতিবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত রফিকুল ইসলাম (৬৩) মিরপুর-১ এর শাহ আলী বাগ এলাকার শফিউদ্দিনের ছেলে। এর আগে আগুন থেকে বাঁচতে গিয়ে পড়ে মারা যান হাসনা হেনা (২৭)।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৪ তলা ভবনের ১৩ তলার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: মহাখালীতে বহুতল ভবনে আগুন
এ পর্যন্ত ওই ভবন থেকে আটজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বহুতল ভবনটির আগুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি
১ বছর আগে
উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার সকালে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টা ১৮ মিনিটের দিকে ভবনের ৭ম, ৮ম ও ৯ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে দু'জন দমকলকর্মী সামান্য আহত হন।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুঠি ঘাট এলাকায় শুক্রবার সকালে একটি লঞ্চে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ময়ূর-৭ লঞ্চে কোনো যাত্রী ছিল না, কারণ আগুন লাগার আগেই সবাই লঞ্চ ছেড়ে গিয়েছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু
১ বছর আগে
বনানীর স্টার কাবাবের আগুন নিয়ন্ত্রণে
বনানীর স্টার কাবাব অ্যান্ড রেস্তোরাঁয় শুক্রবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, বনানীর ১৭ নম্বর রোডের রেস্তোরাঁয় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে আগুন লাগে।
আরও পড়ুন:খুলনায় মার্কেটে আগুন, ১৬টি দোকান পুড়ে গেছে
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’
এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
আরও পড়ুন: পিরোজপুরে আগুনে পুড়েছে ২১ দোকান
খুলনার রূপসা ইউসেপ স্কুলের আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে