ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাজমেরী এস এ ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন।
অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, চার বছর আগের নাশকতার মামলায় গ্রেপ্তার তাজমেরী এস এ ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানার একটি নাশকতার মামলায় অভিযোগপত্রে আসামি হওয়ার পর তাজমেরী আদালতে হাজিরা দেননি।
আরও পড়ুন: ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলা: সাংবাদিক শাকিলের অন্তবর্তীকালীন জামিন
এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
অবশ্য তাজমেরীর পরিবার বলছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর উত্তরা এলাকায় মারামারি ও বিস্ফোরক নিয়ে গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে তাজমেরীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলাটি গায়েবি মামলা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে।
আদালত ও আইনজীবী সূত্র জানায়, উত্তরা পশ্চিম থানার এই নাশকতার মামলায় ৭৫ জন অভিযোগপত্রভুক্ত আসামির মধ্যে অধ্যাপক তাজমেরীর নাম রয়েছে। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
গত বছরের ৭ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই মামলায় অভিযোগপত্র দেয়। অভিযোগপত্র দেওয়ার পর অধ্যাপক তাজমেরী আদালতে হাজির হননি। এ কারণে গত বছরের ৭ মে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আরও পড়ুন: অর্থপাচার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বগুড়ার তুফান
ক্রিকেটার নাসির ও তার স্ত্রী-শাশুড়ির জামিন, চার্জ গঠন ২৪ জানুয়ারি