রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম মার্কেটে লাগা আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (২ মার্চ) বিকাল ৪টা ৩৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল বেইলি রোডের আগুনে নিহত বৃষ্টির
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: বেইলি রোডে আগুনের ঘটনায় মোদির শোক