নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শিমুলতলী গ্রামের নেংরীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
অভিযুক্ত মনির হোসেন (২২) নিহত রফিকুলের ভাই রমজান আলীর ছেলে।
আরও পড়ুন: নীলফামারীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছয় ছেলের মধ্যে ৪৩ শতশের একটি পুকুরের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই ছয় ছেলের মধ্যে রফিকুল ইসলাম (৫৫) ও মফিজার রহমান (৬০) একটি পক্ষ।
অপর চার ভাই বিটুল ইসলাম (৪৭), রমজান আলী (৪৪), আবু বক্কর সিদ্দিক (৪২) ও মো. রেজাউল ইসলাম (৪০) আরেকটি পক্ষ।
রবিবার বিকালে পুকুরপাড়ে যান রফিকুল ইসলাম ও মফিজার রহমান। এসময় তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় ভাতিজা মনির কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন চাচা রফিকুল ইসলাম।
ওই হামলায় আহত মফিজার রহমান ও তার ছেলে জিকরুল ইসলামকে (২২) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা স্বীকার করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী।
তিনি বলেন, নিহত রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে নিহতের ছেলে ফরিদুল ইসলাম (২৯) বাদি হয়ে তার চাচাত ভাই মনির হোসেনকে (২২) প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: বিচারকের সঙ্গে দুর্ব্যবহার: নীলফামারীর বার সভাপতিহ ৩ আইনজীবীকে হাইকোর্টে তলব