গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে শিল দিয়ে মাথা থেতলিয়ে নানাকে হত্যা অভিযোগে নাতিকে আটক করা হয়েছে। শুক্রবার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নানা আব্দুল হক মাতবর (৮০) ওই গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত নাতি আবু সালেক হানিক (২৬) একই এলাকার জামাল শিকদার এবং নিহত আব্দুল হকের মেয়ে হুসনে আরা'র ছেলে।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, আটক ২
জানা যায়, আবু সালেক নেশাগ্রস্ত। সালেক প্রায়ই তার নানার কাছ থেকে টাকা নিতো নেশা করার জন্য।
কিন্তু শুক্রবার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে শীল দিয়ে পিছন থেকে মাথায় আঘাত করে।
এসময় চিৎকার শুনে ছেলে এগিয়ে এলে মামাকেও পিটিয়ে আহত করে সালেক। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাজীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন তিনি।
সকালে আঘাত করা শিল খুঁজতে গিয়ে মেঝেতে রক্ত দেখে তিনি তার বাবার লাশের সন্ধান পান।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পাঁচ হাজার টাকা চেয়ে না পেয়ে মশলা বাটার শিল দিয়ে মাথা থেতলিয়ে নানা আব্দুল হক মাতবরকে হত্যা করে কার্টুন দিয়ে লাশ ডেকে রাখে আবু সালেক হানিক।
এই ঘটনায় নাতি সালেক আহমেদকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩