বছরের শেষ দিনে ২০তম স্প্যান (ইস্পাতের কাঠামো) বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অর্ধেক দৃশ্যমান হয়েছে। অর্থাৎ ৬.১৫ কিলোমিটার সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে।
মাওয়া প্রান্তে মঙ্গলবার দুপুরে সেতুর ১৮ ও ১৯ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়।
এ স্প্যানটি বসানোর মাধ্যমে চলতি বছরে মোটি ১৪টি স্প্যান বসলো। যার মধ্যে শুধু এ ডিসেম্বরেই বসেছে তিনটি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, ‘এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এ সিডিউল মানতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।’
চীন থেকে ইতিমধ্যে ৩৩টি স্প্যান মাওয়ায় এসেছে জানিয়ে তিনি বলেন, ‘২০টি ইতিমধ্যে স্থায়ীভাবে বসে গেছে। আরো দুটি চীন থেকে দেশের পথে রওনা হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে সব স্প্যান দেশে চলে আসবে।’