নাটোর, ০৪ অক্টোবর (ইউএনবি)- ফারাক্কা দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় লালপুর উপজেলায় পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে।
এ কথা জানান নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান।
তবে এ অঞ্চলে পানি বৃদ্ধি স্থিতিশীল থাকলেও ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।
এলাকাবাসী জানায়, পানিবন্দী কয়েক হাজার মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। গবাদি পশু নিয়ে অনেকেই বাঁধ ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। তলিয়ে যাওয়া ১৮টি চরের কৃষকরা ফসলের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় জানান, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকায় পদ্মা নদীর প্রায় ১শ' মিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। পানি কমতে থাকলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।