পররাষ্ট্রমন্ত্রণালয়ের জন্য ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে ১ হাজার ৬৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আসন্ন অর্থবছরের বাজেট ঘোষণার সময় এ প্রস্তাবনা পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্রমন্ত্রণালয়ের জন্য ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে মাত্র ৩৬ কোটি টাকা বেশি, যা আগে ছিল ১ হাজার ৫৯৭ কোটি টাকা।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রাথমিক বাজেট ছিল ১ হাজার ৬২১ কোটি টাকা।
মোট ১ হাজার ৬৩৩ কোটি টাকার মধ্যে ১ হাজার ৫১৪ কোটি টাকা অ-উন্নয়ন খাতে এবং ১১৯ কোটি টাকা ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়।