শুক্রবার সকাল ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে নকলা উপজেলার কুর্শাবাগৈড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাজিব মিয়া (৩০) স্থানীয় চা বিক্রেতা নেকবর আলীর ছেলে। তিনি রাজধানী ঢাকায় একটি গাড়ির শো-রুমে চাকরি করতেন ও পরিবারের সাথে ঈদ পালন করতে বাড়িতে এসেছিলেন।
আহত কাভার্ড ভ্যানচালক নরসিংদীর রামনগর এলাকার কাউসার মিয়া (২৪) ও সহকারী কিশোরগঞ্জের ভৈরবের কমলাপুর এলাকার নিলয় মিয়াকে (২০) নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যানটি কুর্শাবাগৈড় এলাকায় নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের কাঁচা অংশ দিয়ে হেঁটে যাওয়া রাজিব মিয়াকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী রাজিব ছিটকে রাস্তার পাশের একটি গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শম্বুগঞ্জ এলাকায় পৌঁছলে তিনি মারা যান।
কাভার্ড ভ্যানের চালক কাউসার ও সহকারী নিলয় মিয়াকে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যোগ করেন তিনি।