আহতরা হলেন- পল্লবী থানার পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), উপ-পরিদর্শক সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমি (২৮)। এছাড়া রিয়াজ (২৮) নামে অপর একজন আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানান, সকাল ৭টার দিকে পল্লবী থানায় ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র বিস্ফোরিত হয়।
আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য একজনকে চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ইন্সপেক্টর (অপারেশন) ইমরানসহ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানিয়েছেন, একটি চক্র ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে বলে খবর পেয়ে মিরপুরের কালশী এলাকায় রাত ২টার দিকে এক অভিযান চালায় পুলিশ। সেখান থেকে রফিকুল ইসলাম, শহিদুল ও মোশাররফ নামে তিনজনকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ওজন মাপা মেশিনের মতো বস্তু এবং অন্যান্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
সকালে পল্লবী থানা পরিদর্শনকালে কৃষ্ণপদ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য নয়। তারা একটি অপরাধী দলের সদস্য। তাদের কাছে থাকা একটি ওজন মাপা মেশিন থেকে বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে।’
ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।