তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠে বিশ্ব যখন এক টেকসই পথে এগিয়ে যাওয়া এবং পুনরায় উন্নয়নের প্রস্তুতি নিচ্ছে, তখন আমরা সব দেশের সরকারকে আমাদের এ আহ্বান সমর্থন এবং তা প্রয়োগ করার জন্য আবেদন জানাচ্ছি।’
পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চ-স্তরের বৈঠকে ভাষণ দেয়ার জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) সভাপতি ভোলকান বোজকির আমন্ত্রিত বৈশ্বিক নাগরিক সমাজের দু’জন প্রতিনিধির মধ্যে একজন ছিলেন সাবের হোসেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আন্তসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) সাবেক সভাপতি সাবের বলেন, ‘পারমাণবিক অস্ত্র থেকে সম্পদ, অর্থনীতি, জীবিকা এবং প্রকৃতির সুরক্ষায় এ অস্ত্র নির্মূলের বাধ্যবাধকতাগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবার মুখ্য ভূমিকা রয়েছে।’
গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পারমাণবিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সবাইকে সতর্ক করেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত প্রতিযোগিতা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) সভাপতির আহ্বান করা ভার্চুয়াল এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের অন্য প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।