ঢাকা, ০৪ ফেব্রুয়ারি (ইউএনবি)- পুলিশ কর্মকর্তাকে ‘পেটানোর’ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত এক কাউন্সিলরকে মঙ্গলবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. শাখাওয়াত হোসেন ডিএনসিসির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার রাতে পৌনে ৯টার দিকে তালতলা এলাকায় পল্লীমা সংসদ কার্যালয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আব্দুল মজিদের সাথে তর্কে জড়ান ওই কাউন্সিলর।
এসময় শাখাওয়াত ও তার সমর্থকরা এসআইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, বলেন তিনি।
পুলিশের ওপর হামলা এবং দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে মজিদ মামলা করলে পুলিশ শাখাওয়াতকে গ্রেপ্তার করে, বলেন ওসি।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন শাখাওয়াত।