বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ রয়েছে বলে জানিয়েছে দেশটি। একই সঙ্গে সব রাজনৈতিক দলগুলোকে উত্তেজনা কমিয়ে ও সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ নির্বাচনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের বলেন, 'আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’
সব পক্ষকে উত্তেজনা প্রশমিত করতে, সহিংসতা পরিহার করতে এবং নির্বাচনের পরিবেশ উন্নত করতে পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পিটার হাসকে হত্যার হুমকি: ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত এ কথা বলেন।
তিনি বলেন, তারা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে একই বার্তা দিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে।
এর আগে রাষ্ট্রদূত হাস আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানান।
এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উন্মুক্ত এবং সহিংসতামুক্ত হওয়া উচিত।’
আরও পড়ুন: ৩ প্রধান দলের জ্যেষ্ঠ নেতাদের একসঙ্গে বৈঠকের অনুরোধ পিটার হাসের