বাংলাদেশ থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট রবিবার সৌদি আরবের উদ্দেশে রওনা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সারাবিশ্বের ১০ লাখ হাজী এ বছর হজ করতে যাবেন।
এর মধ্যে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী এবারে হজে অংশ নেবেন।
শান্তির ধর্ম ইসলামের মর্যাদা সমুন্নত রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কর্মসূচি-২০২২ (১৪৪৩ হিজরি) উদ্বোধন করেছেন।
এসময় তিনি হজযাত্রীদের সৌদি আরবের নিয়ম-কানুন মেনে হজের আনুষ্ঠানিকতা পালন করতে বলেন।
এ বছর হজ পালনে হজযাত্রীদের ন্যূনতম পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ করতে হবে।
এ বছর সরকার বিমান ভাড়া নির্ধারণ করেছে এক লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: দেশবাসীর জন্য দোয়া করুন, হজযাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী
এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, যারা কোভিড-১৯ এর পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এবং যাদের বয়স ৬৫ বছরের কম শুধুমাত্র তারাই হজ পালনের সুযোগ পাবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশ থেকে সৌদি আরবে যাত্রার ৭২ ঘন্টা আগে হজযাত্রীদের পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে।
গত বছর করোনা মহামারির কারণে বিশ্বের ৫৮ হাজার ৭৪৫ জন হাজী হজ করেছিলেন
উল্লেখ্য, করোনা শুরুর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেছিলেন।
এছাড়া প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদি আরব হজ করতে যেতেন।
আরও পড়ুন: হজের খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা