কসমস ফাউন্ডেশনের সহায়তায় আজ শুক্রবার কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে গ্যালারি কসমস আয়োজন করেছে ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক আর্ট ক্যাম্প।
বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে দেশের ২১ শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী অংশ নিচ্ছেন।
তারা হলেন- প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার ও সুরভী শ্রুতি।
রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে।