প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আয়োজনের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রীকে পূজায় অংশ নেয়ার আমন্ত্রণ জানান বাংলাদেশ ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ, জগন্নাথ হল শাখার সহ-সভাপতি উৎপল বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল দাশ এবং সহ-সাধারণ সম্পাদক অন্তু বর্মণ।
ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ ইউএনবিকে বলেন, ‘উপমহাদেশের সবচেয়ে বড় সরস্বতী পূজার আয়োজন করে থাকে জগন্নাথ হল। এ আয়োজনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছি।’
প্রধানমন্ত্রীকে পূজার আমন্ত্রণপত্র দিতে গেলে তিনি পূজা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, বলেন সঞ্জিত।
এবছর সরস্বতী পূজা উদযাপনের জন্য জগন্নাথ হলের মাঠে মোট ৭০টি পূজা মণ্ডপ স্থাপন করা হবে।