সনাতন ধর্মাবলম্বী
দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মাগুরায়
শরৎমানেই শারদীয় দুর্গোৎসবের বার্তা। শারদীয় দুর্গাপূজার আর মাত্র ১৪ দিন বাকি। আশ্বিনে আসছেন দেবী দুর্গা।
আগামী ১ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে। ০৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মাগুরায় বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
আরও পড়ুন: পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব: শিক্ষামন্ত্রী
সরেজমিনে দেখা গেছে , কেউ মাটি আনছেন, কেউবা মূল কাঠামো তৈরি করছেন, কেই আবার তুলি দিয়ে নকশা করতে ব্যস্ত। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই তাদের।
আরও পড়ুন: দুর্গাপূজায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী
শিল্পীরা বলেন, বাপ দাদার পেশার এখন তিনিই উত্তরসূরী। দুর্গাপূজার দুই মাস আগ থেকেই নাওয়া-খাওয়ার সময় থাকে না। তবে অন্যবারের তুলনায় এবার প্রতিমার অর্ডার অনেক বেশি। কাজের চাপও বেশি। অন্যবার করোনার কারণে কম মন্দিরে পূজা হয়েছে। কিন্তু এবার প্রত্যেকটা মন্দিরে দুর্গাপূজা হচ্ছে যার ফলে কাজের চাপও বেড়েছে।
পাশাপাশি প্রতিমা তৈরির কাজ ৭০ শতাংশ হয়েছে বলে জানিয়েছে প্রতিমা তৈরির শিল্পীরা।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ৪১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু
মাগুরা জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাশুদেব কুন্ডু জানান, এবার জেলার ৩৬টি ইউনিয়নে ১৬২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
হিন্দু নারীদের উত্তরাধিকার আইন বিষয়ে অ্যামিকাস কিউরিদের মতামত শুনবেন হাইকোর্ট
পৈতৃক সম্পত্তির ভাগ (উত্তরাধিকার) থেকে হিন্দু নারীদের বঞ্চিত করার প্রচলিত বিধানের ওপর অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন হাইকোর্ট। হাইকোর্ট যাদের বক্তব্য শুনতে চেয়েছেন তাদের মধ্যে রয়েছেন-অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সিনিয়র অ্যাডভোকেট মো. কমারুল হক সিদ্দিকী। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তির বিষয়ে দেওয়ানী মামলা পরিচালনাকারী আইনজীবী তপন চক্রবর্তী ও বাংলাদেশ হিন্দু ল সংস্কার কমিটির জেনারেল সেক্রেটারি সাংবাদিক পুলক ঘটকের মতামত শুনবেন আদালত। এক রিট আবেদনের ওপর শুনানিকালে রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এই রিট আবেদনের ওপর মতামত তুলে ধরার জন্য সম্পূরক আবেদনকারী হিসেবে পাঁচটি মানবাধিকার সংগঠনকে পক্ষভুক্ত করা হয়েছে। সংগঠনগুলো হচ্ছে-বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও শালিস কেন্দ্র (আসক), মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ ও নারীপক্ষ। এছাড়াও এই রিটের সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় হাইকোর্ট এই রিট আবেদনের বিষয়ে শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়ে নথিগুলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। বৃহত্তর বেঞ্চ গঠনের পর সেই বেঞ্চ অ্যামিকাস কিউরি এবং মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।
আরও পড়ুন: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ করবে বিকাশ
গত ১৩ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বী নারীদের পিতার সম্পত্তির ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রাজধানীর বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের কন্যা ব্যবসায়ী অনন্যা দাস গুপ্ত বাদী হয়ে রিটটি দায়ের করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের পৈতৃক সম্পত্তির ভাগ কন্যাদেরকে না দেয়া কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ সংশ্লিষ্ট আট বিবাদীকে এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়। রবিবার হাইকোর্ট এই রুল শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের পাশপাশি অ্যামিকাস কিউরি নিয়োগসহ উপরোক্ত আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আরও পড়ুন: সাম্প্রদায়িকতা, সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সুন্দরবনে রাস পূর্ণিমায় যেতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা
প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে ২৮ থেকে ৩০ নভেম্বর তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীকে সরস্বতী পূজাতে অংশ নিতে ঢাবি শিক্ষার্থীদের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আয়োজনের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।