প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেয়া হয়েছে।
সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পরে শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের অফিসে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবেন।
এদিকে, প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে ২০২০ সালের জন্য শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে গত ২ নভেম্বর সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল।
অন্যদিকে, গত ১৭ নভেম্বর শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় যথাক্রমে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।