চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
রবিবার বিকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসবে পলক আরও বলেন, এজন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনের চলনবিল উৎসবের শেষ দিনে চলনবিল অঞ্চলের ৭০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
উৎসবে ৩১ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।
এছাড়া নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা চলনবিল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানা দেয়া হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানুর সভাপতিত্বে উৎসবে জেলা প্রশাসক শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।