প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রবিবার (১০ মার্চ) রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম হারাল একজন প্রিয় সহকর্মীকে আর আমি হারালাম একজন বিশ্বস্ত কর্মকর্তাকে।’
মৃত্যুকালে ইহসানুল করিম স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
করিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে পশ্চিম সীমান্তে যুদ্ধ করেন।
দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে ইহসানুল করিম রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ছিলেন।
২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগের আগে করিম ২০১৩ সালের ২১ মে থেকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৪৯ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন ইহসানুল করিম।
আরও পড়ুন: রাজশাহী মহানগর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিন্টুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক