তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সাররা যাতে পেশাগত পরিচয় দিতে পারে এ জন্য তাদেরকে সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে।
শুক্রবার দুপুরে বাগেরহাট শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সৌদি আরবের সঙ্গে কাজ করতে চাই: পলক
এসময় তিনি বলেন, একই সঙ্গে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পেমেন্ট পে-পাল চালু করা হবে।
পলক বলেন, ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংক থেকে পুঁজি, ঋণ ও অর্থ সহায়তা দেওয়ার জন্য কাজ শুরু করা হয়েছে। সফল উদ্যোক্তাদের ৫০ হাজার থেকে শুরু করে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
তিনি বলেন, বাগেরহাটের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য জেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। সেই সঙ্গে প্রতিটি উপজেলায় তথ্য-প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হচ্ছে।
এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর কয়েক হাজার দক্ষ ফ্রিল্যান্সার বের হবে। তারা নিজেরা স্বাবলম্বী হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।
মেলার উদ্বোধন করেন-বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, রফিকুন নবী, পুলিশ সুপার কে এম আরিফুল হক।
এছাড়া নানা বিষয়ে উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন।
মেলায় শিক্ষিত আইসিটি ও প্রযুক্তি বিষয়ে দক্ষ চাকরি প্রার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
মেলায় ৩৪টি প্রতিষ্ঠান তাদের স্টল দিয়েছে। এসব প্রতিষ্ঠানের সহস্রাধিক জনবল নিয়োগের চাহিদা রয়েছে।
কয়েক হাজার চাকরিপ্রার্থী মেলায় অংশ নিয়ে রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে কয়েকজন সফল উদ্যোক্তা তাদের সফলতার গল্প শোনান।
কর্মসংস্থান মেলার মধ্য দিয়ে চাকরি পাবেন এমন আশার কথা শোনালেন চাকরি প্রার্থী তরুণ-তরুণীরা।
মেলায় ২০ জন ফ্রিল্যান্সারকে ২০টি ল্যাপটপ এবং ৪০ জন উদ্যোক্তার হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্ট ক্যাম্পাস চ্যালেঞ্জ প্রোগ্রাম চালু করা হবে: পলক