বাংলাদেশ সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম সোমবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম আমাদের আলোকিত করে। তাঁর নিঃস্বার্থ প্রচেষ্টা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করার পথ প্রশস্ত করেছিল।’
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট দর্শনার্থীর বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ ও বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার শিরুজিমাথ সমীর।
দু’দেশের দ্বি পক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে সোমবার বাংলাদেশে আসেন।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। সোমবার রাজধানীর একটি হোটেলে দু’জনের বৈঠক শেষে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সম্মানে একটি ডিনার আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সাথে বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ ত্যাগ করার আগে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের সাথে তাঁর বৈঠকের কথা রয়েছে।
তাঁর সফরকালে অন্যান্য দ্বি পক্ষীয় বিষয় ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ রপ্তানি বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
তিন দিনের সরকারি সফর শেষে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বুধবার রাত পৌনে ৮টায় বাংলাদেশ ত্যাগ করবেন।
আরও পড়ুন: ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
ব্রিটেনসহ মিত্র দেশের সহায়তা বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী