ঢাকার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সারাদেশের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রকাশিত আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, কুমিল্লা, কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অফিস
পূর্বাভাসে বলা হয়, বর্তমানে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু অংশ এবং রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আরও পড়ুন: মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আজ দিনের বেলা তাপমাত্র কিছুটা কমতে পারে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।
বুধবারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।