ঝড়ো হাওয়া
সকালের হালকা বৃষ্টি ঢাকাবাসীদের দিয়েছে কিছুটা স্বস্তি
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে থাকায় রবিবার সকালে হালকা বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও বলা হয়, এর সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন: দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
খুলনাঞ্চলে যেসব কারণে বোরোর আশানুরূপ ফলন হয়নি
টানা আট মাস অনাবৃষ্টি, মাত্রাতিরিক্ত দাবদাহ, গরম বাতাসের ঝড়ো হাওয়া ও প্রয়োজনীয় সেচ সুবিধা না থাকায় খুলনায় এবার বোরোর আশানুরূপ ফলন হয়নি। ধান মাড়াইয়ের পর ১০ শতাংশ চিটে পাওয়া যাচ্ছে। উৎপাদনে বেশি ঘাটতি হয়েছে হাইব্রীড জাতের।
কর্তৃপক্ষ আশাবাদী ছিলেন মৌসুমে খুলনা জেলায় ২ লাখ ৫৭ হাজার মেট্টিক টন ধান উৎপাদিত হবে, তা হয়নি।
খুলনা জেলায় এ মৌসুমে ৫৭ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ছিল। আবাদ হয় ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে ডুমুরিয়া জেলায়, ২১ হাজার হেক্টর জমিতে।
আরও পড়ুন: কৃষকের ফসল ঘরে তুলতে ধান কাটলেন ফরিদপুরের জেলা প্রশাসক
কৃষি কর্তৃপক্ষ ২ লাখ ৫৭ হাজার মেট্টিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে। ইতোমধ্যেই ধান কাটা শেষ হয়েছে। অল্প-স্বল্প মাড়াই বাকি। প্রতি হেক্টর জমিতে হাইব্রীড জাতের ধান ৪.৯৬ মেট্টিক টন উৎপাদনের লক্ষমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ৪.৯৫ মেট্টিক টন।
আরও পড়ুন: সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬ লাখ টন ধান কিনবে সরকার
খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মো. আতিকুল ইসলাম জানান, টানা আট মাস অনাবৃষ্টি। বোরো সেচের ওপরেই নির্ভরশীল। বীজতলা থেকে শুরু করে মার্চ পর্যন্ত ভূ-গর্ভের পানির ওপর নির্ভরশীল হতে হয়। কালবৈশাখীর ঝড়ে ১১০ হেক্টর জমির বোরো আক্রান্ত হয়। দাপদাহ জনিত কারণে ১৯ হেক্টর জমির বোরো ফসল ক্ষতি হয়। পুরো মৌসুমে বোরো ৩৬ ডিগ্রি তাপমাত্রা সহনশীল। গত মাসে খুলনায় ৪০ ডিগ্রি তাপমাত্রা বয়ে যায়। সবমিলিয়ে উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হয়নি। উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
জেলায় হাইব্রীড জাতের বোরো আবাদের পরিমাণ বেশি বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। জেলার হাট-বাজারগুলোতে প্রতি মণ ধান ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
৩ বছর আগে
বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
ঢাকার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সারাদেশের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রকাশিত আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, কুমিল্লা, কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অফিস
পূর্বাভাসে বলা হয়, বর্তমানে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু অংশ এবং রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আরও পড়ুন: মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আজ দিনের বেলা তাপমাত্র কিছুটা কমতে পারে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।
বুধবারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।
৩ বছর আগে
ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অফিস
দেশব্যাপী কয়েকটি স্থানে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: সারাদেশে কালবৈশাখীর আঘাতে নিহত ১
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কয়েকটি স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক বা দুই জায়গায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
বিএমডির নিয়মিত বুলেটিন অনুসারে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ এবং সীতাকুণ্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনার অঞ্চলগুলোতে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ভোলায় কালবৈশাখী ঝড়ে মালবাহী ভলগেট ও ট্রলার ডুবি
এই সিনোপটিক পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় নিচু স্থানে একটি জলাবদ্ধতার কথা বলেছে।
বিএমডি জানায়, দিনের তাপমাত্রা (২-৩)° সে কমে যেতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
৩ বছর আগে
ঘূর্ণিঝড় আম্পান: ঘণ্টায় ১৪০-১৬০ কি. মি. বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন ‘আম্পান’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
৪ বছর আগে
ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
৪ বছর আগে