বিকাল সাড়ে ৪টায় অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ‘ক’ ইউনিটে পাসের হার ২৫ দশমিক ৭৯ শতাংশ, ‘খ’ ইউনিটের পাসের হার ২৪ দশমিক ৬৯ শতাংশ এবং ‘গ’ ইউনিটে পাসের হার ৪২ দশমিক ২১ শতাংশ।
৩ টি ইউনিটে সামগ্রিকভাবে পাসের হার ২৮ দশমিক ১১শতাংশ।
উপাচার্য জানান, ভর্তি পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে ৪ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের মধ্যে ৩ হাজার ১৫৪ জন ছেলে ও ১ হাজার ৫৬৭ জন মেয়ে।
উল্লেখ্য, গত ২৭ ও ২৮ ডিসেম্বর ক, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েজ ফরম পূরণ শুরু হবে ১ জানুয়ারি থেকে।
১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারি। ১ম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।