সাংবাদিকতায় অবদানের জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ইউএনবির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আরজু।
সোমবার রাতে রাজধানীর স্থানীয় একটি সেন্টারের অ্যাওয়ার্ড হিসেবে ক্রেস্ট, সম্মাননাপত্র ও এক লাখ টাকা তার হাতে তুলে দেয়া হয়।
অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক মোহাম্মদ আরজু বলেন, 'বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এ আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক বড় স্বীকৃতি। যা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।'
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। এছাড়া রাজধানীর ১১ জনকে অনুসন্ধানী সাহসী সাংবাদিকতায় অবদান রাখায় অ্যাওয়ার্ড দিয়েছে প্রতিষ্ঠানটি।
আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনা: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্যদের শারীরিক অনুশীলনের নির্দেশনা
প্রসঙ্গত, জমকালো আয়োজনে দেশে প্রথমবারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।