কসমস গ্রুপের জনহিতকর শাখা কসমস ফাউন্ডেশনের আয়োজনে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক একটি সংলাপ বৃহস্পতিবার সন্ধ্যায় (সাড়ে ৭টা) প্রিমিয়ার হবে।
বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন সংলাপে মূল বক্তব্য দেবেন এবং এটি কসমস ফাউন্ডেশন ও ইউএনবির ফেসবুক পেজ এবং ইউএনবির ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে।
কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাহার খান সূচনা বক্তব্য দেবেন।
প্রখ্যাত কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী এ সেশনে সভাপতিত্ব করবেন।
আরও পড়ুন: শনিবার ‘দ্য প্যাশন অব ড্রয়িং-২’ আয়োজন করবে গ্যালারি কসমস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন ও ড. লাইলুফার ইয়াসমিন এবং কসমস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইমেরিটাস রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিম আলোচক প্যানেলে যোগ দেবেন।
চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত করে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে রাষ্ট্রদূত লিউয়েন তার পরিকল্পনা শেয়ার করবেন।
চলমান অ্যাম্বাসেডর লেকচার সিরিজের অংশ হিসেবে কসমস ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করছে।
আরও পড়ুন: কসমস আতেলিয়ার৭১ এর আয়োজনে 'আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম'