বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী কসমস গ্রুপের জনহিতকর সংস্থা কসমস ফাউন্ডেশনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় রাজধানীর সিক্স সিজন হোটেলে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক এ সম্মেলন শুরু হবে। এটি কসমস সংলাপের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের দ্বিতীয় সংস্করণ।
অনুষ্ঠানে দুদেশের মধ্যকার ক্রমবর্ধমান ও গভীর ঐতিহাসিক বন্ধনকে আরও বিস্তীর্ণ করার উপায় তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
অধিবেশনে সভাপতিত্ব করবেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক উভয় দেশেই রাষ্ট্র বা সরকারের আওতার বাইরে পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ব্রিটেন ইউরোপের প্রথম দিকের দেশগুলোর একটি যারা ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল।
যুক্তরাজ্য বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যেতে প্রস্তুত হওয়ায় বাংলাদেশের সাথে দেশটির সম্পর্ক আরও মনোযোগ পাবে।