প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের সরকারি ও বেসরকারি উভয় খাতকে পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশের আগামী ৫০ বছরের উন্নয়ন যাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,‘আমি মালদ্বীপের সরকারি ও বেসরকারি উভয় খাতকে পারস্পরিক সুবিধার জন্য আগামী ৫০ বছরে উন্নয়ন যাত্রায় আমাদের অংশীদার হওয়ার আহ্বান জানাই।’
বৃহস্পতিবার মালদ্বীপের পিপলস মজলিসে (মালদ্বীপের সংসদ) স্পিকার মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে শেখ হাসিনা এ আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনা ও সুযোগে সমৃদ্ধ হওয়ায় দুই দেশের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে। আমরা বিশ্বাস করি বিশ্বের কোনো দেশ বিচ্ছিন্নভাবে উন্নতি করতে পারে না।’
আরও পড়ুন: মালদ্বীপের সঙ্গে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘করোনা মহামারি শিখিয়েছে যে সবাই পরস্পর নির্ভরশীল এবং একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বের স্বার্থে সকলের অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতার বিষয়ে নীতিগত অবস্থানকে পুনর্ব্যক্ত করছি, যেমনটি আমাদের জাতির পিতা চেয়েছিলেন। আমরা বিশেষ করে আপনাদের উন্নয়ন যাত্রা, একটি মধ্যম আয়ের দেশে উত্তরণ প্রত্যক্ষ করে উৎসাহিত হয়েছি।’
শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগের সম্প্রসারণের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করব।’
তিনি বলেন, ‘দুই দেশের জনগণের জীবনে অর্থবহ পরিবর্তনসহ আগামী ৫০ বছরের যাত্রা আরও ফলপ্রসূ হবে।’
আরও পড়ুন: ঢাকা-মালদ্বীপের ৩টি চুক্তি স্বাক্ষর