উন্নত দেশে চাকরি প্রত্যাশী বেকার তরুণ-তরুণীদের মনে আশার আলো জাগিয়েছে জব ফেয়ার। তাই বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাগেরহাটে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। সোমবার বাগেরহাট স্বাধীনতা উদ্যানে দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিদেশে গমনচ্ছুক তরুণ-তরুণীরা জব ফেয়ারে অংশ নেন। জব ফেয়ার চলাকালে প্রায় ৫০০ জন বেকার তরুণ-তরুণী বিনামূল্যে রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছে, তাদের মধ্য থেকে বিভিন্ন দেশের চাহিদা অনুসারে নির্বাচিত করা হবে।
এরপর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে তাদের বিদেশে পাঠানো হবে।
চাহিদা অনুসারে দক্ষিণ কোরিয়া, জর্ডান, কুয়েত, ইতালি, অস্টেলিয়া ও মালয়েশিয়াসহ ৩০ দেশে দক্ষ জনবল পাঠানো যাবে বলে আয়োজকরা জানান।
এছাড়া জব ফেয়ারকে ঘিরে বেকার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
রেজিস্ট্রেন করতে আসা তরুণ-তরুণীরা জানান, তারা বেকার জীবন যাপন করছেন। তাই তারা বিদেশে কর্মসংস্থানের জন্য জব ফেয়ারে এসে রেজিস্ট্রেশন করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশে নিয়োগ: ৬ পদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরির সুযোগ