তরুণ-তরুণী
বাগেরহাটে জব ফেয়ারে তরুণ-তরুণীদের ভিড়
উন্নত দেশে চাকরি প্রত্যাশী বেকার তরুণ-তরুণীদের মনে আশার আলো জাগিয়েছে জব ফেয়ার। তাই বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাগেরহাটে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। সোমবার বাগেরহাট স্বাধীনতা উদ্যানে দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিদেশে গমনচ্ছুক তরুণ-তরুণীরা জব ফেয়ারে অংশ নেন। জব ফেয়ার চলাকালে প্রায় ৫০০ জন বেকার তরুণ-তরুণী বিনামূল্যে রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছে, তাদের মধ্য থেকে বিভিন্ন দেশের চাহিদা অনুসারে নির্বাচিত করা হবে।
এরপর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে তাদের বিদেশে পাঠানো হবে।
চাহিদা অনুসারে দক্ষিণ কোরিয়া, জর্ডান, কুয়েত, ইতালি, অস্টেলিয়া ও মালয়েশিয়াসহ ৩০ দেশে দক্ষ জনবল পাঠানো যাবে বলে আয়োজকরা জানান।
এছাড়া জব ফেয়ারকে ঘিরে বেকার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
রেজিস্ট্রেন করতে আসা তরুণ-তরুণীরা জানান, তারা বেকার জীবন যাপন করছেন। তাই তারা বিদেশে কর্মসংস্থানের জন্য জব ফেয়ারে এসে রেজিস্ট্রেশন করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশে নিয়োগ: ৬ পদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরির সুযোগ
৮১২ দিন আগে
কুষ্টিয়ায় তরুণ-তরুণীর বিষপানে আত্মহত্যা
কুষ্টিয়া সদরে বাড়ি থেকে পালিয়ে খালার বাড়িতে এসে বিষপানে তরুণ ও তরুণী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নে বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে ও পেশায় কৃষক সাগর ইসলাম (১৭) এবং পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী বর্ষা খাতুন (১৬)।
আরও পড়ুন: মোবাইল গেম খেলতে না দেয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জাহিদ জানান, ঝিনাইদহ থেকে সাগর ও বর্ষা নামে দুই তরুণ-তরুণী মঙ্গলবার সকালে ছেলের খালার বাড়ি ঝাউদিয়া এলাকায় বৈদ্যনাথপুর গ্রামে পালিয়ে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা একটি ঘরে বিষপান করে আত্মহত্যা করে।
আরও পড়ুন: চুরির অপবাদে নির্যাতন, অপমানে তরুণের আত্মহত্যা!
ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের এসআই কোবির হোসেন ও এএসআই অনুপম জানান, খবর পেয়ে দুপুর দুইটার দিকে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: দুবাইয়ে ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা!
স্বজনরা জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
৯৩০ দিন আগে
সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন। বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয় জনকে আটকের সময় হোটেলের মালিক ও ম্যানেজার কৌশলে পালিয়ে যান। তারা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতেন।
হোটেল মালিক ও ম্যানেজারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
পড়ুন: রংপুরে হিন্দুপল্লীতে আগুন: আটক ৪২
মানিকগঞ্জে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সদস্য আটক
১২৫৯ দিন আগে