২০২২-২৩ অর্থবছরে রেমিটেন্স পাঠানোয় প্রণোদনার হার আড়াই শতাংশ অপরিবর্তিত রেখে রেমিটেন্সের সন্তোষজনক প্রবৃদ্ধি শিগগিরই ফিরবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন, ২০২০-২১ অর্থবছরে রেমিটেন্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ শতাংশে।
তবে ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স থেকে আয় কিছুটা কমেছে।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী
বৈধ মাধ্যমে রেমিটেন্স উৎসাহিত করার লক্ষ্যে সরকার ২০২২ সালের জানুয়ারি থেকে প্রণোদনার হার শূন্য দশমিক ৫ শতাংশ বাড়িয়ে আড়াই শতাংশ করেছে বলে জানান তিনি।
পাঁচ হাজারের বেশি মার্কিন ডলার রেমিটেন্সের বিপরীতে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে রেমিটেন্স পাঠানো ব্যক্তিদের উপার্জনের নথি জমা দেয়ার বাধ্যতামূলক বিধান প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সাম্প্রতিক মাসে রেমিটেন্স প্রবাহ আবারও বাড়তে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা