বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান ইউএনবিকে বলেন, তারা বিষয়টি তদন্ত করছেন এবং এ ঘটনায় দায়িত্বরত অপারেটর ফজলার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চিত্রতারকা ও নিরাপদ সড়ক আন্দোলনকারী ইলিয়াস কাঞ্চন এ প্রতিনিধিকে জানান, তার ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে এ ঘটনাটি ছিল ‘অনিচ্ছাকৃত’ এবং প্রথম তল্লাশির সময় পিস্তলটি ধরা পড়েনি।
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক বলেন, ইলিয়াস কাঞ্চনের ল্যাগেজ দ্বিতীয়বার তল্লাশি করার সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা পিস্তলটি শনাক্ত করেন।
তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি ইলিয়াস কাঞ্চনের নজরে আনেন এবং তিনি স্বীকার করেন যে তার কাছে একটি লাইসেন্স করা পিস্তল রয়েছে, যোগ করেন মুহিবুল হক।
তবে ইলিয়াস কাঞ্চন তা অস্বীকার করে বলেন, ‘বোর্ডিং পাস নেয়ার পর দ্বিতীয়বার তল্লাশির সময় আমার হঠাৎ মনে পড়ে যে ব্যাগে একটি পিস্তল আছে এবং আমি তা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাকে জানাই।’