বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সারুল ইসলাম অভিযোগপত্র গ্রহণ করেন।
অভিযুক্তরা হলেন-জাবাল-ই-নূর পরিবহন বাস মালিক শাহাদাত হোসেন, এর চালক মাসুম বিল্লাহ, তার সহকারী এনায়েত হোসেন, জাবাল-ই-নূর বাসের আরেক মালিক জাহাঙ্গীর আলম, এর চালক জোবায়ের সুমন এবং তার সহকারী আসাদ।
এদের মধ্যে আসাদ এবং জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে ক্যান্টনমেন্ট থানাকে নির্দেশও দিয়েছে আদালত।
এই মামলায় গত ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজীব নিহত হন।
এঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।