সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: আ’লীগ নেতা সারওয়ার জাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
তিনি স্ত্রী, পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।