বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার্থে আগামীকাল বুধবার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিট থেকে দুটি বিশেষ মেট্রোরেল চলবে।
তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, এমআরটি পাস বা র্যাপিড পাসধারী যাত্রীরাই এই সেবা পাবেন।
ডিএমটিসিএল এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বর্তমানে চালু থাকা সমস্ত মেট্রোরেল স্টেশনে মেট্রোট্রেন দুটি থামবে।
আরও পড়ুন: আগারগাঁও-মতিঝিল রুট চালু হওয়ায় ৪৮ ঘণ্টার অবরোধে মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড়
বর্তমানে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (এমআরটি ও র্যাপিড পাসধারীদের জন্য দুপুর ১২টা) এবং উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল সার্ভিস চালু থাকবে।
এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ (উত্তরা-আগারগাঁও) জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রায় এক বছর পর শনিবার (৫ নভেম্বর) এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন