সেবা চালু
ঢামেকে জরুরি সেবা চালু, বহির্বিভাগে সেবা এখনও বন্ধ
বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ থাকলেও সোমবার বিকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আবার কাজ শুরু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘জরুরি সেবা চালু থাকলেও চিকিৎসকের সংকট রয়েছে।’
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা দিতে হাসপাতালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনা সদস্য এবং পুলিশ মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে মারধর ও ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি
আজ রাত ৮টার পর নির্ধারণ করা হবে বহির্বিভাগ পুনরায় চালু হবে কিনা।
এর আগে গত ৩১ আগস্ট ঢামেক হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে তিনজন চিকিৎসককে হাসপাতালের ভিতরে মারধর করেন স্বজনরা। এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় চিকিৎসকরা।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা পক্ষ থেকে নিরাপত্তা এবং চিকিৎসকদের ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারের আশ্বাসের পর তারা দেশজুড়ে চিকিৎসা সেবার 'কমপ্লিট শাটডাউন' আহ্বান প্রত্যাহার করে নেন।
ইতোমধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয় এবং হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জ্যেষ্ঠ আনসার সদস্য মাহবুবুর রহমান বলেন, জরুরি বিভাগে মাত্র দুই-তিনজন চিকিৎসক আছেন এবং তারা নিরাপত্তার উদ্বেগের মধ্যেই সেবা দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
৩ মাস আগে
বুধবার সকাল ৭টা ১০ মিনিট থেকে বিশেষ সেবা চালু করবে মেট্রোরেল
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার্থে আগামীকাল বুধবার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিট থেকে দুটি বিশেষ মেট্রোরেল চলবে।
তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, এমআরটি পাস বা র্যাপিড পাসধারী যাত্রীরাই এই সেবা পাবেন।
ডিএমটিসিএল এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বর্তমানে চালু থাকা সমস্ত মেট্রোরেল স্টেশনে মেট্রোট্রেন দুটি থামবে।
আরও পড়ুন: আগারগাঁও-মতিঝিল রুট চালু হওয়ায় ৪৮ ঘণ্টার অবরোধে মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড়
বর্তমানে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (এমআরটি ও র্যাপিড পাসধারীদের জন্য দুপুর ১২টা) এবং উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল সার্ভিস চালু থাকবে।
এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ (উত্তরা-আগারগাঁও) জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রায় এক বছর পর শনিবার (৫ নভেম্বর) এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন
১ বছর আগে
সিলেটের ১২৬ পয়েন্টে ফ্রি ওয়াইফাই সেবা চালু
সিলেট নগরীর ১২৬ পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেছে সরকার। 'ডিজিটাল সিলেট' প্রকল্পে নগরীর ৬২টি এলাকায় শুক্রবার থেকে এই সেবা চালু করা হয়।
৪ বছর আগে