চতুর্থ দিনের মতো ঢাকার বুড়িগঙ্গা নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিইটিএ। বুধবার সকাল ১১টা থেকে শুরু করে দিনভর কামরাঙ্গীরচর মৌজার লালবাগ থানায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ জানান, চতুর্থ দিনে একটি মার্কেট, একটি আধাপাকা কারখানা ও ছোট-বড় ৪৫টি দোকানসহ ৬৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইতোমধ্যে নদীর পাড় ঘেষে থাকা অবৈধ দখলের হাত থেকে এক একর (১০০ শতাংশ ) সরকারি জমি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে নেতৃত্বে ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন,পানি উন্নয়ন বোর্ড, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধিদল ও বিআইডব্লিউটিএর উচ্ছেদ কমিটি।
বিআইডব্লিউটিএর উচ্ছেদ কমিটি জানায়, এ পর্বে আগামী ২জানুয়ারি ২০২২ পর্যন্ত ছয়দিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পরবর্তীতে বুড়িগঙ্গা নদীর মানচিত্র ধরে নদীর আদি চ্যানেলসহ দু’পাড়ের যে সকল অবৈধ স্থাপনা থাকবে সেগুলি পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
আরও পড়ুন: লঞ্চে আগুন: কেরানীগঞ্জ থেকে এক মালিক গ্রেপ্তার