যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদ, প্রসাধনী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য জব্দ করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আবদুর রশিদ মিয়া জানান, সকাল ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সহায়তায় তারা ট্রেনে অভিযান চালায়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদ, থ্রি-পিস সেট, শাড়ি, প্রসাধনী, খাদ্য সামগ্রী এবং ৭০ লাখ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
র্যাব-৬ এর কমান্ড্যান্ট এম নাজিউর রহমান জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আর পড়ুন: ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২