যশোর, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- বিভিন্ন সময় উদ্ধার করা জব্দকৃত বোমা নিয়ন্ত্রিত উপায়ে নিস্ক্রিয় করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে এক র্যাব সদস্যের হাত উড়ে গেছে।
রবিবার সকাল পৌনে ১১টার দিকে যশোরের অভয়নগর থানার অভ্যন্তরের এ দুর্ঘটনায় ভুক্তভোগী করপোরাল শহীদুল ইসলাম খুলনা র্যাব-৬ এ কর্মরত ছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেছিল। আদালতের অনুমতি নিয়ে সকালে থানায় জব্দকৃত ৫টি বোমা নিস্ক্রিয় করতে খুলনা র্যাব-৬ এর ডিএডি মোস্তফা কামালের নেতৃত্বে চার সদস্যের একটি দল আসেন।
পরে নিস্ক্রিয় করতে গিয়ে একটি বোমা বিস্ফোরিত হলে শহিদুল ইসলামের বাম হাত উড়ে গেলে সাথে সাথে সেখান থেকে তাকে উদ্ধার করে যশোর সিএমএইচে ভর্তি করা হয়, যোগ করেন ওসি।