ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে খুন করার অভিযোগ উঠেছে সামিউল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার(২ মার্চ) দিবাগত রাতে জেলার কসবায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে যুথি আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তার (১২)।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার ও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল ইসলামের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় যুথি আক্তারের। স্বামীর বাড়িতেই থাকতেন যুথি আক্তার। যুথি আক্তারের বাবা রওশন আলী বেঁচে নেই। তাদের মা মামলার কারণে জেল হাজতে রয়েছেন। বাড়িতে থাকেন যুথি আক্তারের ছোট বোন স্মৃতি আক্তার ছোট ভাই জাহিদ হোসেন। যুথি এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এর মাঝে সামিউল স্ত্রী যুথিকে ফিরে যেতে বলে। কিন্তু যুথি যেতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে সামিউল তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
রবিবার রাতে খাবার শেষে যুথি আক্তার ও তার ছোট বোন স্মৃতি আক্তার ঘরের একটি কক্ষে এবং আমির হোসেন ও তার শ্যালক জাহিদ হোসেন অন্য কক্ষে ঘুমিয়েছিল।
রবিবার গভীর রাতে জাহিদ ঘুম থেকে জেগে তার দুলাভাইকে দেখতে পায়নি। ঘরের দরজা খোলা রয়েছে। পাশের কক্ষে তার দুই বোন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এ সময় জাহিদ চিৎকার করতে থাকলে বাড়ির আশপাশের লোকজন দৌড়ে এসে যুথি ও স্মৃতির লাশ দেখতে পায়।
আরও পড়ুন: কক্সবাজারে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ
সোমবার (৩ মার্চ) সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশসহ কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ভাই জাহিদ হোসেন বলেন, দুলাভাই আমার সঙ্গে ঘুমিয়েছিল। গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি তিনি নেই। ঘরের দরজা খোলা। আমার দুই বোন মৃত অবস্থায় পড়ে আছে। আমি আমার বোনদের খুনের বিচার চাই।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, তাদেরকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। কি কারণে খুন করা হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
তিনি ধারণা করছেন তাৎক্ষণিক কোনো দ্বন্দ্বের কারণে হয়তো তাদের খুন করা হয়েছে।
নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন!