কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া ছিদ্দিকা করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।
ইউএনও ফৌজিয়া ছিদ্দিকা সোমবার জানান, গলা ব্যাথার কারণে গত ৩০ জুলাই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং রবিবার রাতে পাওয়া ফলে তার করেোনা পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পর সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন জানিয়ে বলেনম ইউএনও বলেন, সেখানে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ইউএনও ফৌজিয়া ছিদ্দিকাসহ ব্রাহ্মণপাড়া উপজেলায় ৭৭ জন কোভিড ১৯ রোগী শনাক্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ জন। নয়জন চিকিৎসাধীন আছেন।