প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকে শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, সুপ্রিম কোর্ট এমন একটি আইন প্রণয়নের অনুরোধ করায় আইন মন্ত্রণালয় মন্ত্রিসভায় ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এর খসড়া উত্থাপন করে।
বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী আদালতে বিচারক, আইনজীবী ও সাক্ষীদের সশরীরে উপস্থিতিতে বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। কিন্তু এখন করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে আদালতে আইনজীবী ও সাক্ষীদের সশরীরে উপস্থিতি নিশ্চিত করে বিচার প্রক্রিয়া চালানো যাচ্ছে না বলে উল্লেখ করেন সচিব।
তিনি বলেন, আদালত দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মামলার জট বাড়ছে এবং বিচারপ্রার্থীরাও ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এ পরিস্থিতি (অচলাবস্থা) থেকে মুক্তি এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার প্রক্রিয়া চালানো প্রয়োজন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, (রাষ্ট্রপতির অনুমোদনের পর) যদি অধ্যাদেশটি কার্যকর হয় তাহলে করোনাভাইরাস সংকটের সময়ে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অভিযুক্তদের কারাগারে, আইনজীবীদের তাদের বাসায় ও স্বাক্ষীদের অন্যান্য জায়গায় রেখে মামলার বিচার কার্যক্রম চালাতে পারবেন বিচারকরা।
বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় আইন মন্ত্রণালয় বিল আনার বদলে এ অধ্যাদেশটি এনেছে। যখন সংসদের পরবর্তী অধিবেশন বসবে তখন তা অনুমোদনের জন্য সেখানে উত্থাপন করা হবে।
করোনাভাইরাস মহামারির কারণে অল্প কয়েকজন সদস্যের অংশগ্রহণে এক মাস পর আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে যোগ দেন।