তিনি বলেন, ‘যতদিন করোনা পরিস্থিতি থাকবে, সরকারের পক্ষ থেকে দেশের সর্বত্র মানবিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’
বুধবার রাজধানীর মিরপুর ১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা বিতরণকালে এসব কথা জানান শিল্প প্রতিমন্ত্রী।
এদিন তার ব্যক্তিগত উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, হ্যান্ড স্যনিটাইজার ও সাবান প্রদান করা হয়।
করোনা পরিস্থিতিতে শিল্প প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে কয়েক দফায় প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে সকল শ্রেণির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষিত বিশাল অংকের প্রণোদনা প্যকেজ বাস্তবায়নের কাজ চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে বলেও জানান কামাল আহমেদ মজুমদার।
এসময় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা অনুসরণ করে সবাইকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।