মহামারির ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে তাৎক্ষণিক সহায়তার জন্য এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশে এডিবির সহায়তার চিত্র তুলে ধরে তিনি বলেন, এডিবি করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য অর্থনৈতিক সংকটের জন্য এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা,করোনা মোকাবিলায় জরুরি সহায়তায় স্বাস্থ্যখাতের জন্য ১০০ মিলিয়ন ডলার, করোনা ভ্যাকসিন কেনার জন্য ৯ দশমিক ৪০ মিলিয়ন ঋণ সহায়তা,মহামারি চলাকালীন ৯ দশমিক ৩৪ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দিয়েছে।
সোমবার সচিবালয়ে এডিবির নির্বাহী পরিচালক সমীর কুমারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসায় এডিবি
মন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৮২ সাল থেকে বাংলাদেশকে ১৯ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে।
কামাল এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় আরও উন্নয়ন সহায়তা প্রদানের জন্য এডিবিকে বিশেষভাবে আহ্বান জানান।
তিনি সার্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জবাবে সমীর কুমার বলেন, এডিবি মহামারি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে প্রথম থেকেই সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।
আরও পড়ুন: দেশের সব নাগরিকের জন্য পেনশন ব্যবস্থা শিগগিরই: অর্থমন্ত্রী