করোনাভাইরাস শনাক্ত ও লকডাউন
বিশ্বের অন্যান্য দেশের মতোই করোনা মহামারির ছোবলে বিপর্যস্ত বাংলাদেশ। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দেশে করোনার ছড়িয়ে পড়া রুখতে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তারপর তা কয়েক দফা বাড়ানো হয়। ১৫ জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মতো অফিস খোলার কথা জানায় সরকার। এদিকে গত ২০ ডিসেম্বর দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করে এবং ১২ ডিসেম্বর মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যায়।
আরও পড়ুন: করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৮ কোটি সাড়ে ১৯ লাখ ছাড়াল
দৃশ্যমান পদ্মা সেতু
দেশের অবকাঠামো উন্নয়নের দৃশ্যমান সাক্ষী হিসেবে দাঁড়িয়ে গেছে পদ্মা সেতুর মূল কাঠামো। গত ১০ ডিসেম্বর ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে শেষ স্প্যানটি বসানো হয়। এর মধ্যে দিয়ে পূর্ণরুপ পায় সেতুটি। ২০১৪ সালে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। ২০২২ সালে জনসাধারণের জন্য সেতুটি উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান
বুড়িগঙ্গায় লঞ্চডুবি
ঢাকার শ্যামবাজার এলাকায় ১৫০ জনের অধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ গত ২৯ জুন সকাল ৯টার দিকে ডুবে যায়। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা এ লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। লঞ্চডুবির ওই ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার
স্বাস্থ্য খাতের বেহাল দশা
দেশের স্বাস্থ্য খাত নিয়ে আগেই থেকেই অনেক সমালোচান ছিল। তবে মহামারি করোনার কবলে পড়ে তা যেন আরও স্পষ্ট হয়েছে। করোনা মহামারির সময়েও সারা দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বেহাল দশা কাটেনি। কোভিড-১৯ পরীক্ষার জাল সার্টিফিকেট প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তারসহ রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম। এছাড়া বিভিন্ন সময়, হাসপাতালের সরঞ্জাম, ওষুধ ও মাস্ক কেলেঙ্কারিসহ বেশ কিছু বিষয় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ
দেশের আলোচিত ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন মুসল্লি অগ্নিদগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়।
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা
গত ৩১ জুলাই সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে সাতজন ও পরে আসামিভুক্ত বাহারছড়ার স্থানীয় তিনজন ও এপিবিএনের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই এখন কারাগারে আছেন।
ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনে এবং মৃত্যুদণ্ডের বিধান
চাঞ্চল্যকর সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ ও রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে আন্দোলন দেখা গেছে বছরজুড়ে। এরই পরিপ্রেক্ষিতে বহুল আলোচিত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করতে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০ সংসদে পাস করা হয়।
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়
বছরের শেষে খেলাধধুলার মাঠে কিছুটা হাওয়া লাগলেও অনেকটা নিরবেই কেটেছে দেশের খেলোয়াড়দের। তবে, বছরের শুরেতে এক বিশাল অজর্নের নায়ক হয়ে ওঠেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্রিকেটাররা। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অনন্য সাফল্য এনে দেয় দলটি। বাংলাদেশের জন্য এটাই প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জয়ের ট্রফি।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা বাতিল, হাসপাতালে এএসপি হত্যা, বস্তি ও দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা, দেড় হাজারেরও বেশি রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তর, ভাস্কর্য ভাঙচুরসহ জাতীয় আরও অনেক ঘটনাতেই নজর ছিল দেশবাসীর।
আরও পড়ুন: মেজর সিনহা হত্যা মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট
নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে আরেক মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪
বেসরকারি হাসপাতালে কোভিড টিকা দেয়ার উদ্যোগ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারির শেষের দিকে টিকা আনার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী