তিনি বলেন, ‘যৌনকর্মীদের শিশুরা মানবপাচারের জন্য ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুদের শোষণ ও নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই।’
আরও পড়ুন: বাইডেন প্রশাসনের অধীনে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও শক্তিশালী হবে: রাষ্ট্রদূত মিলার
মিলার এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সোমবার শিশু নিবাস ‘শিশুদের জন্য আমরা’ পরিদর্শন করেন। এ সময়ে তারা এই প্রকল্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজেরা বেগমের সাথে পথশিশুদের সহায়তা ও যৌনপাচার বন্ধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সাবেক যৌনকর্মী হাজেরা বেগম আশ্রয়কেন্দ্র এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অন্য পথশিশুদের জোরপূর্বক যৌনকর্মী হওয়া থেকে রক্ষায় তার দর্শন নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে: রাষ্ট্রদূত মিলার
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মিলার
পররাষ্ট্রসচিব মাসুদ এ সময় বলেন, বাংলাদেশ তার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অভিযাত্রায় কেউ যাতে পিছিয়ে না থাকে সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রদূত মিলারের ‘শিশুদের জন্য আমরা’ পরিদর্শন বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সরকারের গৃহীত উদ্যোগগুলোর অন্যতম।
আরও পড়ুন: কল্যাণপুর বস্তি পরিদর্শন করলেন রাষ্ট্রদূত মিলার
আরও পড়ুন: কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মতো সাহস দেখাতে হবে: মিলার
বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সকলকে শিশু শোষণ ও নির্যাতন সংশ্লিষ্ট যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের তথ্য ফোনের মাধ্যমে ৯৮৭ নম্বরে কল করে জাতীয় শিশু সহায়তাকে জানাতে উৎসাহিত করে থাকে।