কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ফুপা ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ৮টার দিকে ওমর ফারুক চৌধুরীকে তার মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে মিঠা মইন পুলিশ।
সূত্র জানায়, গত বছর কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায়, চলতি বছর ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ওমর ফারুক চৌধুরী।
আরও পড়ুন: হিন্দুপল্লিতে হামলার উসকানি: গ্রেপ্তার সাংবাদিক ৩ দিনের রিমান্ডে
সোমবার(৪ আগস্ট) রাত ৮টার দিকে গ্রেপ্তার করে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওমর ফারুক চৌধুরী মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ফুপা।
এই সত্যতা নিশ্চিত করেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর।