ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনাদের নিজ নিজ গ্রাম ও এলাকায় কত মানুষ গৃহহীন বা ভূমিহীন রয়েছে তা খুঁজে বের করুন। আমরা তাদের জন্য বাড়ির ব্যবস্থা করব। কেউ যদি গৃহহীনদের পুনর্বাসনের জন্য অর্থ ব্যয় করতে না পারেন, তবে আমি করব। আমরা তাদের বাড়ি দিতে চাই। এই মুজিব বর্ষে এটিই আমাদের একমাত্র ইচ্ছা।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন মানুষও যেন গৃহহীন না থাকে এই মুজিব বর্ষে, যেটি ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত উদযাপিত হবে।
বাংলাদেশের মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সকল মৌলিক সুবিধা পাবে এবং উন্নত জীবন যাপন করবে, জাতির পিতা বারবার তার এই ইচ্ছার কথা বলেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে এটি হতে পারে না। আমরা বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করতে চাই।’
আওয়ামী লীগ সরকার গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং জাতির পিতার পদক্ষেপ অনুসরণ করে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যোগ করেন শেখ হাসিনা।
মুজিব আদর্শের অনুসারী হিসেবে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর দেশ ও জাতির প্রতি দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারেন, তাহলে সেটি দেশের জন্য সুফল বয়ে আনবে।’
অনুষ্ঠানে উপস্থিত সকলকে তার এই বার্তা দেশের প্রতিটি আওয়ামী লীগ নেতা-কর্মীর কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের।
এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।