‘আমরা নিশ্চিত করছি যে মৃত্যুগুলোর সাথে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই,’ উল্লেখ করে তিনি জানান, দুজনের মারা যাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।
গত ২৭ জানুয়ারি লৌহজং উপজেলার জসলদিয়া গ্রামে ‘রহস্যময় জ্বরে’ চাচি ও ভাতিজার মৃত্যু হয়। তারা হলেন- ওই গ্রামের মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪) এবং মীর সোহেলের ছেলে মীর আবদুর রহমান (৩)।
শামীমার দেবর মীর শিবলু জানান, তার ভাবি ২৬ জানুয়ারি রবিবার সকালে জ্বর অনুভব করেন এবং পরে তা কিছুটা বেড়ে যায়। একই সাথে শরীরের বিভিন্ন অংশে চাকার মতো রক্তের দাগ দেখা যায়। মাত্র ঘণ্টা খানেকের মধ্যে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাতে ভাতিজা রহমানও জ্বর অনুভব করে ঘণ্টা খানেকের মধ্যে ২টার দিকে মারা যায়। তার শরীরেও রক্তের দাগ ছিল।
এ ঘটনায় গুজব ছড়িয়ে পড়া প্রসঙ্গে আইইডিসিআর পরিচালক বলেন, এ মৃত্যুগুলোর সাথে করোনাভাইরাসের সম্পর্ক আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছিল তা মিথ্যা।